আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখেনিন,সিম ব্যবহারে অসচেতনতার কারণে আপনারও জেল হতে পারে।



     আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখেনিন,সিম ব্যবহারে অসচেতনতার কারণে আপনারও জেল হতে পারে
ইউটিউবে ট্রিকবিডিকে সাবস্ক্রাইব করুন
আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডি এর সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা, কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা ও শিক্ষনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে ও শিখতে পারি।তো আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা টিপস শেয়ার করবো। যেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে কোড ডায়াল করে খুব সহজে জানতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে।অনেকে বলতে বলতে পারেন আমার দুইটা,তিনটা অথবা চারটা সিম রেজিস্ট্রেশন করা আছে। আরে ভাই থামেন এটা আপনার ভুল ধারণা যেমনটা আমি করে এখন সেটা বুঝতে পারছি। কেননা আপনি যখন সিমটা কেনার জন্য হাতের ফ্রিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তখন কি আপনি চিন্তা করেছেন আপনার কয়টা সিম রেজিস্ট্রেশন করছে,চিন্তার করেও উপায় নেই কারণ আপনি সেটা ধরতে পারছেন না। অনেক দোকানদার বলে ফ্রিঙ্গারপ্রিন্ট হয়নি আরেকবার দিন এইভাবে আপনাকে দিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করিয়ে আপনাকে একটা সিম দিচ্ছে অথচ আরেকটা সিম অন্য জায়গায় বেশি দামে বিক্রি করছে। সেক্ষেত্রে ফেঁসে যাচ্ছেন আপনি ওই সিমটি যদি খারাপ কাজে ব্যবহার হয় তবে শাস্তি পাবেন আপনি। তাছাড়া এরকম সিম যদি আপনি নিজে রেজিস্ট্রেশন না করে একটু বেশি দামে পেয়ে যান তবে আপনিও কিনতে চাইবেন এমন সিম। আশাকরি বুঝতে পেরেছেন কি বুঝাতে চাচ্ছি। তো বেশি কথা বলবো না নিচের স্কিনশর্টগুলো ফলো করুন আর দেখেনিন আপনার আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। আপনার কাঙ্খিত এর চেয়ে বেশি হলে আজই তুলে নিন সিমটি।


প্রথমে ডায়াল পেডে যেয়ে নিচের কোডটি ডায়াল করুন



সিম সিলেক্টের সময় মনে রাখবেন যেই আইডি কার্ড দিয়ে ওই সিমটি রেজিস্ট্রেশন করা সেই আইডি কার্ডটি একটু লাগবে

যে সিমটি সিলেক্ট করেছেন সেই সিমটি যেই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই আইডি কার্ডের একদম শেষের চারটি নাম্বার দিন নিচের স্কিনশর্টের মতো

এবার Ok করুন



দেখুন সাথে সাথে মেসেজ চলে এসেছে মোট কয়টা সিম রেজিস্ট্রেশন আছে ওই আইডি কার্ড দিয়ে এবং কোন সিম কয়টা আছে সেটাও

আশাকরি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।তারপরও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন।আমি নতুন হিসেবে পোষ্ট করছি তাই পোষ্টের মধ্যে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ENJOY EMPIRE ঘুরে আসার অনুরোধ রইলো।চ্যানেলটিতে যেতে এখানে,

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

Publister ব্লগার টেম্পলেট নিন একদম ফ্রি।Without Footer Credit

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের ইংরেজি এ্যাসাইনমেন্ট | Hsc English Assignment 2021 2nd Week Answer

মোবাইল দিয়ে যেকোন পরিক্ষার প্রশ্ন তৈরি করুন একদম সহজে