Posts

Showing posts with the label other Tricks

মোবাইল দিয়ে যেকোন পরিক্ষার প্রশ্ন তৈরি করুন একদম সহজে

Image
আশাকরি সবাই ভালো আছেন। আজ থেকে মোবাইলে আপনি নিজেই লিখতে পারবেন যেকোনো পরীক্ষার প্রশ্ন।  ট্রিকবিডিতে আমার মনে হয় বেশির ভাগই স্টুডেন্ট। আর কম বেশি আমরা সবাই কলেজে কিংবা ভার্সিটিতে পড়ি। কেউ কেউ পড়া লেখার পাশাপাশি টিউশনি করে থাকি। আর মাঝে মাঝেই স্টুডেন্ট দের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা নিয়েই থাকি। এখানেই শুরু হয় মূল ভোগান্তি।প্রশ্ন হাতে লিখে কম্পিউটারের দোকানে যাওয়া ,বসে থাকা ,ভুল হলে সংশোধন করে নেওয়া ইত্যাদি ইত্যাদি।  মূলত এই ভোগান্তি থেকে মুক্তির জন্যেই আমার আজকের পোস্টটি লিখা। কথা না  বাড়িয়ে মূল পোস্ট শুরু করা যাক…… প্রথমে আপনার ফোনে একটি এপপ্স ইনস্টল করতে হবে। এর জন্য প্লে স্টোর গিয়ে “WPS Office” লিখে সার্চ করলে যে এপপ্সটি পাবেন তা ইনস্টল করে নিন। এবার নিচের লিংক থেকে ডেমো Docx ফাইলটি ডাউনলোড করে নিন। Demo Question এবারে docx ফাইলটি WPS Office আপ্পসটি দিয়ে ওপেন করলে নিচের স্ক্রিন শট এর মত ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে আপনার কলেজ বা স্কুলের নামসহ যা যা পরিবর্তন করা লাগবে আপনি তা পরিবর্তন করে নিন। প্রশ্ন লিখার জায়গা থেকে আপনার প্রশ্ন নিখা শুরু করেন। এরপর save as ক্লিক করলে

যেনে নিন গাড়ির নাম্বার প্লেটে বাংলা বর্ণগুলোর অর্থ

Image
যেনে নিন গাড়ির নাম্বার প্লেটে বাংলা বর্ণগুলোর অর্থ আপনার যদি একটি গাড়ি থাকে, তাহলে নিশ্চিতভাবে সেই গাড়িতে সামনে ও পিছনে নাম্বারপ্লেট আছে। আর যদি গাড়ি না-ও থাকে তাহলে নিশ্চই প্রতিদিন চলতে ফিরতে যত গাড়ি দেখেন, সেইসব গাড়ির নাম্বার প্লেটে গাড়ির নাম্বার তো নিশ্চই দেখেছেন। প্রতিটি গাড়ির নাম্বার প্লেট আলাদা। ঢাকা মেট্রো ক ১২৩৪, ঢাকা মেট্রো খ- ২৩৪৫ ইত্যাদি আরো অনেক। ঢাকা মেট্রো বলতে যে গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন তা সহজেই অনুমান করা যায়। কিন্তু শহরের নাম আর সংখ্যার মাঝে একটি বাংলা বর্ণমালাও জুড়ে দেয়া হয় গাড়ির নাম্বার প্লেটে। এই বর্ণমালা দিয়ে কী বুঝানো হয় তা কি কখনো ভেবে দেখেছেন? অনেকেই গাড়ির নাম্বারপ্লেটে বাংলা বর্ণমালার অর্থ হয়ত জেনে থাকবেন। আর না জানলেও ক্ষতি নেই। চলুন জেনে নেয়া যাক এই বর্ণমালার মাধ্যমে গাড়ির নাম্বার প্লেট কী প্রকাশ করা হয়ে থাকে। নাম্বার প্লেট লিখার ফরমেট: ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য বিআরটিএ’র একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। ফরম্যাটটি হল- শহরের নাম- গাড়ির ক্যাটাগরি- গাড়ির নাম্বার। এই ফরমেটের মাঝের অংশে গাড়ির ক্যাটাগরি বুঝাতেই বাংল

আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখেনিন,সিম ব্যবহারে অসচেতনতার কারণে আপনারও জেল হতে পারে।

Image
      আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখেনিন,সিম ব্যবহারে অসচেতনতার কারণে আপনারও জেল হতে পারে ইউটিউবে ট্রিকবিডিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডি এর সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা, কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা ও শিক্ষনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে ও শিখতে পারি।তো আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা টিপস শেয়ার করবো। যেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে কোড ডায়াল করে খুব সহজে জানতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে।অনেকে বলতে বলতে পারেন আমার দুইটা,তিনটা অথবা চারটা সিম রেজিস্ট্রেশন করা আছে। আরে ভাই থামেন এটা আপনার ভুল ধারণা যেমনটা আমি করে এখন সেটা বুঝতে পারছি। কেননা আপনি যখন সিমটা কেনার জন্য হাতের ফ্রিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তখন কি আপনি চিন্তা করেছেন আপনার কয়টা সিম রেজিস্ট্রেশন করছে,চিন্তার করেও উপায় নেই কারণ আপনি সেটা ধরতে পারছেন না। অনেক দোকানদার বলে ফ্রিঙ্গারপ্রিন্ট হয়নি আরেকবার দিন এইভাবে আপনাকে দিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করিয়ে আপনাকে এক