পছন্দের App থেকে বিরক্তিকর বিজ্ঞাপন রিমুভ করুন! একদম সিম্পল![Root not required, No Ad Blocker ]

.....✨✨ স্বাগতম ✨✨.....


আশা করছি সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন।

আমরা এন্ড্রয়েড ইউজাররা প্রায়ই যে ঝামেলাটির সম্মুখীন হই তা হচ্ছে বিভিন্ন App এ বিরক্তিকর বিজ্ঞাপন দেখা। উদাহরণ হিসেবে নিচের স্ক্রিনশটটি দেখুন।

 

তো আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক শেখাব যেটার মাধ্যমে সহজেই আপনারা আপনাদের পছন্দের  App থেকে বিজ্ঞাপন রিমুভ করতে পারবেন। এর জন্য আপনার ফোন রুটেড হওয়ার কোনো প্রয়োজন নেই,কোনো এড ব্লোকারও লাগবেনা এর জন্য।

চলুন শুরু করা যাক।☺

এই কাজটি করতে আপনাদেরকে একটি App ডাউনলোড করতে হবে।App টির নাম হচ্ছে ” Apk Editor pro ”

নিচে গুগল ড্রাইভ লিংক দিয়ে দিলাম এখান থেকে ডাউনলোড করে নিন।

Google Drive Link

এপটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ওপেন করুন। ওপেন করলে নিচের মতো ইন্টারফেস আসলে আপনারা Select Apk from App এখানে ক্লিক করুন।

এবারা এখানে আপনার ফোনে ইনস্টল থাকা App গুলো দেখতে পাবেন। যে App টি থেকে বিজ্ঞাপন রিমুভ করতে চান সেই App টি সিলেক্ট করুন। আমি উদাহরণ হিসেবে    “হিমু সমগ্র ” App টি সিলেক্ট করছি।

কাঙ্ক্ষিত app সিলেক্ট করলে এবার নিচের স্ক্রিনশটটির মতো দেখতে পাবেন। এখানে আপনারা উপরের অপশনটি অর্থাৎ     “Full Edit” এ ক্লিক করবেন।

Full Edit এ ক্লিক করলে নিচের মতো ইন্টারফেস আসবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে উপরে ডান কর্ণারে “Build”  অপশন আসবে।

এবার “BuilD” এ ক্লিক করুন।

Build এ ক্লিক করলে এখানে একটু লোডিং নিয়ে আপনার কাঙ্ক্ষিত App টির একটি মোডেড  app ক্রিয়েট হবে।

কিছুক্ষণ অপেক্ষার পর নিচের মতো আসবে।এখানে আপনাদেরকে প্রথমত পূর্বে ইনস্টল থাকা App টি আনইন্সটল করতে হবে। তাই এক্ষেত্রে “Remove ” এ ক্লিক করবেন।

নিচের মতো আনইন্সটল এর জন্য কোনো কনফার্মেশন পপ আপ আসলে “Ok” তে ক্লিক করে আনইন্সটল করে নেবেন।

এপটি আনইন্সটল হয়ে গেলে এবার নতুন মোডেড app টি ইন্সটল করার জন্য “Install” এ ক্লিক করুন।

>

App টি ইন্সটল হয়ে গেলে পূর্বের মতোই ওপেন করুন আর দেখুন চমক!

দেখবেন এবার আর কোনো বিজ্ঞাপন দেখাচ্ছেনা।

আশা করছি ট্রিক টি আপনাদের ভাল লেগেছে। *কোনো সমস্যা ফেস করলে কমেন্ট এ জানান অবশ্যই রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব।

*বি.দ্র: এই ট্রিকটি সব  App এর ক্ষেত্রে কাজ নাও করতে পারে।তবে  প্রায় ৮০% app এ কাজ করবে বলে আশা করছি। 

#সকলের সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।

#Stay Home

#Stay Safe.  

Comments

Popular posts from this blog

KineMaster – Pro Video Editor 4.11.13.14060.GP Apk + Mod for Android

Publister ব্লগার টেম্পলেট নিন একদম ফ্রি।Without Footer Credit

Kidnap(2019) Bengali Full Movie Download HDCam-Rip – 480P | 720P – x264 – 3500MB | 700MB – Download